ফিলিস্তিনের সমর্থনে নিজেকে গোলপোস্টের সঙ্গে তালা মারলেন দর্শক

ফিলিস্তিনের সমর্থনে নিজেকে গোলপোস্টের সঙ্গে তালা মারলেন দর্শক

ফুটবল মাঠে প্রায়ই দেখা যাচ্ছে ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি সমর্থকদের প্রতিবাদ। শুক্রবার রাতে মেয়েদের ২০২৫ ইউরো বাছাইপর্বের ম্যাচে ঘটল তেমনই এক ঘটনা। এদিন সগোর হ্যাম্পডেন পার্কে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইসরায়েল। ম্যাচটি শুরুর আগে মাঠে নেমে এক দর্শক ইসরায়েলের উদ্দেশ্যে লাল কার্ডের বার্তা দিয়ে নিজেকে গোলপোস্টের সঙ্গে তালাবদ্ধ করেন! এ কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ম্যাচটি শুরুর আগে স্টেডিয়ামের বাইরে প্রায় ৪০০ সমর্থক ফিলিস্তিনের পতাকা নিয়ে জমায়েত হন। তাদের মাঝে এক প্রতিবাদকারী নিরাপত্তাবলয় ভেদ করে মাঠে ঢুকে যান। তার কালো টি শার্টে লেখা ছিল ইসরায়েলকে লাল কার্ড। একপর্যায়ে তিনি নিজেকে গোলপোস্টের সঙ্গে তালাবদ্ধ করেন। সাধারণত সাইকেলে এ ধরনের তালা ব্যবহার করা হয়ে থাকে। এরপর নিরাপত্তাকর্মীরা মাঠে এসে তাকে আটক করে নিয়ে যায়।

এসময় দুই দলের খেলোয়াড়েরা মাঠে নেমে গা গরম করছিলেন। তাদেরকে ড্রেসিংরুমে ফেরত পাঠানো হয়। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচটি। তবে ম্যাচ শুরুর আগে ইসরায়েলের ফুটবলাররাও প্রতিবাদ কর্মসূচি পালন করে। অফিসিয়াল ফটোশ্যুটে ইসরায়েলি ফুটবলারদের টি-শার্টে লেখা ছিল ওদের ঘরে ফিরিয়ে দাও। ফিলিস্তিনের গেরিলা সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের ফেরত দেওয়ার দাবিতেই তাদের এই বার্তা।

ম্যাচটিতে ৪-১ গোলের জয় পেয়েছে স্কটল্যান্ড।

মন্তব্য করুন: