দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ে ভীষণ খুশি রিয়াল কোচ
২ জুন ২০২৪
বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে জার্মান ক্লাবটির বিপক্ষে রিয়ালের পারফর্ম্যান্স ছিল বিবর্ণ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা জয় তুলে নেয়, যাতে ভীষণ খুশি কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পুরো যাত্রাপথে ফিরে তাকান রিয়াল কোচ, “আমি কখনই এগুলোর সঙ্গে অভ্যস্ত হতে পারি না। কেননা, এই পথচলা খুব কঠিন ছিল। প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। ভারসাম্যপূর্ণ ফুটবল খেলায় বল আমাদের দখলেই ছিল। এটা একটা স্বপ্ন, যেটা ছুটছে তো ছুটছেই।”
রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন দানি কারভাহাল। আর ব্যবধান বাড়ান ব্রাজিলের তারকা ভিনিসুস জুনিয়র। দলের পারফর্ম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, “প্রথমার্ধে আমরা একটু আয়েশি ছিলাম। তাই বল হারাচ্ছিলাম এবং এতে তারা (ডর্টমুন্ড) যেভাবে চেয়েছে সেভাবেই খেলতে পেরেছে। এমনকী স্কোরলাইন সমতায় রেখে ড্রেসিংরুমে যাওয়া কঠিন ছিল। কিন্তু এটাই ফুটবল এবং আমরা ভীষণ খুশি।”
মন্তব্য করুন: