মেসি-সুয়ারেসের গোলেও জিততে পারল না মায়ামি

মেসি-সুয়ারেসের গোলেও জিততে পারল না মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) দুই দফায় পিছিয়ে পড়েও লিওনেল মেসি লুইস সুয়ারেসের গোলে সমতায় ফিরেছিল ইন্টার মায়ামি। আবারও পিছিয়ে পড়ে টানা দ্বিতীয় ম্যাচে দল যখন হারের শঙ্কায়, তখনই ত্রাতা হয়ে আসে জর্দি আলবার গোল। শেষ পর্যন্ত সেন্ট লুইস সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে জেরার্দো মার্তিনোর দলকে।

শনিবার বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে সেন্ট লুইসের বিপক্ষে - গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। লিগের আগের ম্যাচে ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের কাছে হারের মুখ দেখে তারা। সে ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন মেসি।

এদিন ম্যাচের ১৫তম মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। তবে দলকে সমতায় ফেরাতে খুব বেশি সময় নেননি আর্জেন্টাইন মহাতারকা। দশ মিনিট পরেই গোল শোধ করেন মেসি। মাঝমাঠ থেকে ড্রিবলিং করে বল এগিয়ে বক্সের কাছে গিয়ে বাম প্রান্তে থাকা আলবাকে দেন তিনি। ফিরতি পাসে দারুণ এক শটে বল জালে জড়িয়ে লিগে চলতি লিগে নিজের দ্বাদশ গোল করেন আটবারের ব্যালন ডিঅরজয়ী এই খেলোয়াড়।

বিরতির আগে আবারও এগিয়ে যায় সেন্ট লুইস। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আলবার বাড়ানো বলে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেস। চলতি মৌসুমে উরুগুয়ের এই স্ট্রাইকারেরও এটি দ্বাদশ গোল।  

তবে দ্বিতীয়ার্ধে সুয়ারেসের ভুলে বিপদে পড়ে মায়ামি। ৬৮তম মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করার চেষ্টায় উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন তিনি। এরপর দলকে সমতা ফেরাতে মরিয়া মেসি-সুয়ারেসরা একের পর এক আক্রমণ চালালেও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়।

৮৫তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান আলবা। তবে প্রথমে তার গোলে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান। কিন্তু ভিএআরে রিপ্লে দেখে গোলের সিদ্ধান্ত জানান রেফারি।

পয়েন্ট হারালেও এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে শীর্ষেই আছে মায়ামি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি।

মন্তব্য করুন: