জানা গেল রিয়ালে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেওয়ার দিনক্ষণ

জানা গেল রিয়ালে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেওয়ার দিনক্ষণ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। গত মাসে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার গুঞ্জনের ডালপালা বিস্তৃত হতে শুরু করেছিল। এবার সেই গুঞ্জনকে সত্যি করে এই স্ট্রাইকারকে রিয়ালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে বলে খবর প্রকাশ করেছে মার্কা।

এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদ মাধ্যমটি জানায়, আগামী বৃহস্পতিবার এমবাপ্পেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে রিয়াল কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে তার মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে এই খবর প্রকাশের একদিনের মাথায় শনিবার ফুটবলের দলবদলের খবর আগেই ফাঁস করে দেওয়া জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তির বিষয়টি নিশ্চিত করে টুইট করেন। সেখানে এই ইতালিয়ান সাংবাদিক জানান, গত ফেব্রুয়ারিতে রিয়ালে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এমবাপ্পে এখন থেকে রিয়ালের খেলোয়াড়।

এর আগে ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছিল মার্কা। এরপর গত মাসে পিএসজি সতীর্থদের নিয়ে বিদায়ী পার্টিতে তার মায়ের কথায় আরও স্পষ্ট হয় ছেলের মাদ্রিদে পাড়ি জমানোর বিষয়টি। অনুষ্ঠানের তাকে এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা সবাই জানি সে কোথায় যাচ্ছে।

২০১৭ সালে প্রথম রিয়ালে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানান এমবাপ্পে। সেবার মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন তিনি। পরের সাত মৌসুম প্যারিসের ক্লাবটিতে কাটালেও প্রায়শই তার রিয়ালে যোগ দেওয়ার বিষয়ে গুঞ্জন শোনা যেত। এবার কোনো ট্রান্সফার ফি ছাড়াই দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

প্যারিস ছাড়ার বিষয়ে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এমবাপ্পে বলেন, “আমি সুখি হতে চাই। প্রথমবারের মতো আমি আমার দেশ ছাড়ব। এটা বেশ দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। আমার নতুন ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে তর সইছে না। আমি ট্রফি জিততে চাই।

মন্তব্য করুন: