৫ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে
৪ জুন ২০২৪
রিয়াল মাদ্রিদের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের চুক্তির দৈর্ঘ্য নিয়ে যে গুঞ্জন ছিল, সেটাই সত্যি হলো। পাঁচ বছরের জন্য মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জয়ের উৎসবের পর সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল।
নিজ দেশের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফারে শৈশবের প্রিয় ক্লাব রিয়ালে পাড়ি জমিয়েছেন এমবাপ্পে। গত দুই বছর ধরেই তার রিয়ালে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু পিএসজি কর্তৃপক্ষের অনুরোধে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি বাড়ান এমবাপ্পে। এই দফাতেও তাকে ধরে রাখার অনেক চেষ্টা করেছিল পিএসজি। এমনকী ডাগ-আউটেও বসিয়ে রাখা হতো। কিন্তু এবার আর এমবাপ্পেকে টলানো যায়নি।
বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল, প্যারিসের ক্লাবটিকে এমবাপ্পে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপর, গত মাসে এমবাপ্পে নিজেই জানিয়ে দেন, পিএসজির সঙ্গে দীর্ঘ ৭ বছরের সম্পর্ক শেষ হতে যাচ্ছে। দলটির হয়ে সাত বছরের ক্যারিয়ারে ছয়বার লিগ শিরোপাসহ আরও অনেক শিরোপার স্বাদ পেয়েছেন। তবে তার একটাই আক্ষেপ ছিল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা না জেতা। এবার হয়তো সেই আশাও পূরণ হয়ে যাবে।
এখনই অবশ্য সান্তিয়াগো বের্নাবেউয়ে যাচ্ছে না এমবাপ্পে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে তিনি এখন জাতীয় দলের দায়িত্বে আছেন। ইউরো শেষেই তিনি নতুন ক্লাবে যোগ দেবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন: