যোগ দিয়েই রিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিকের খেলোয়াড় এমবাপ্পে
৪ জুন ২০২৪
দীর্ঘ অপেক্ষার শেষে অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। কোনো ট্রান্সফার ফি ছাড়াই পাঁচ বছরের চুক্তিতে পিএসজি থেকে স্প্যানিশ দলটিতে পাড়ি জমিয়েছেন এই ফরাসি তারকা। আর নতুন ক্লাবে যোগ দিয়েই এই ফরোয়ার্ড হয়ে গেছেন দলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।
সব গুঞ্জনকে সত্যি করে সোমবার আনুষ্ঠিকভাবে রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি জানান এমবাপ্পে। কোনো ট্রান্সফার ফি না থাকায় ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন, বর্তমান প্রজন্মের অন্যতম সেরা এই ফুটবলারকে বেতন বাবদ কত টাকা দেবে রিয়াল?
এক প্রতিবেদনে বিষয়টি খোলাসা করেছে ডিয়ারিও এএস। স্পেনের সংবাদ মাধ্যমটির মতে, বছরে দেড় কোটি ইউরো পারিশ্রমিক পাবেন এমবাপ্পে, যা রিয়ালের বর্তমান দলের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও সাইনিং বোনাস হিসেবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা পাবেন আরও ১৫ কোটি ইউরো। এই অর্থ চুক্তির পাঁচ বছরে বিভিন্ন মেয়াদে তাকে দেওয়া হবে।
বর্তমানে রিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হলেন দাভিদ আলাবা। অস্ট্রিয়ান এই ডিফেন্ডারকে বছরে ১ কোটি ২৫ লাখ ইউরো বেতন দেওয়া হয়। পরের অবস্থানে আছেন ভিনিসুস জুনিয়র (১ কোটি ২০ লাখ ইউরো), লুকা মদ্রিচ (১ কোটি ১৫ লাখ ইউরো) ও জুড বেলিংহ্যাম (১ কোটি ১০ লাখ ইউরো)।
অন্যদিকে রিয়ালে যোগ দেওয়ার আগে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে এমবাপ্পের ইমেজ স্বত্বের চুক্তি ছিল, সেখান থেকে আয়ের পুরোটাই পাবেন তিনি। তবে রিয়াল যোগ দেওয়ার পর যেসব প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে চুক্তি করবেন, সেখান থেকে পাবেন মোট আয়ের ৮০ শতাংশ অর্থ।
রিয়ালে যোগ দেওয়ার আগে থেকেই নাইকি, হুবলো, অরেঞ্জ, ইএ স্পোর্টস ও দিওর – এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে এমবাপ্পের ইমেজ স্বত্বের চুক্ত আছে। এগুলো থেকে বর্তমানে বছরে প্রায় ৩ কোটি ইউরো পান এই তারকা ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে আপাতত ৯ নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন এমবাপ্পে। সম্প্রতি ক্লাবটির সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেন লুকা মদ্রিচ। ফলে আগামী মৌসুমে ৩৮ বছর বয়সী ক্রোয়েশিয়ার এই তারকার বিদায়ের পর তার পরিহিত ১০ নম্বর জার্সি পাবেন এমবাপ্পে।
মন্তব্য করুন: