রিয়ালে যোগ দিয়েই পিএসজি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এমবাপ্পের

রিয়ালে যোগ দিয়েই পিএসজি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এমবাপ্পের

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পেকে এত সহজে ছাড়তে চায়নি ফরাসি ক্লাব পিএসজি। তাকে প্রথমে থাকতে অনুরোধ করা হয় এবং পরে ডাগ-আউটে বসিয়ে রাখার হুমকি দেওয়া হয়। এসব এতদিন গণমাধ্যমে গুঞ্জনের পর্যায়ে থাকলেও এমবাপ্পে নিজেই সবকিছু ফাঁস করে দিলেন। জানালেন, পিএসজিতে তার সঙ্গে কী কী হয়েছে? 

টানা সাত মৌসুম পিএসজিতে খেলা এমবাপ্পে বলেছেন, “পিএসজিতে আমি অসুখী ছিলাম না। সেটা (অসুখী) বললে যারা আমার পক্ষ নিয়েছিলেন, তাদের চপেটাঘাত করা হবে। আমি সবসময় সুখী ছিলাম। কিন্তু কিছু নির্দিষ্ট বিষয় আমাকে অসুখী করেছে। কিন্তু আমার মতো একজন খেলোয়াড় সেসব প্রকাশ করতে পারে না। কারণ আমি একজন নেতাও বটে। তাই আমি সবসময় যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করি।”

চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় গত বছর পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাইফির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল এমবাপ্পের। শেষ পর্যন্ত খেলাইফি তাকে মাঠে না নামানোর হুমকিও দিয়েছিলেন বলে সেই সময় ফরাসি গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছিল। এমবাপ্পেকে ডাগ-আউটে বসিয়ে রাখার হুমকিও ছিল। শেষ পর্যন্ত অবশ্য সেই বিপদ থেকে রক্ষা পান এমবাপ্পে।

এবার খেলাইফির নাম উল্লেখ না করে তিনি বললেন, “কোচ, সতীর্থ এবং ক্লাব কর্মচারীরা আমাকে সবসময় সমর্থন দিয়েছে। তাই আমি এখন বলতে পারি না যে- আমি অসন্তুষ্ট। কিন্তু কিছু মানুষ এবং ঘটনা আমাকে অসুখী করেছে। ক্লাব আমাকে বলেছিল যে আমি আর খেলতে পারব না। তারা আমার মুখের ওপর খুব হিংস্রভাবে বলেছিল! তখন লুইস এনরিকে এবং লুইস কাম্পোস আমাকে রক্ষা করেন। তাদের ছাড়া আমি মাঠে পা রাখতে পারতাম না।”

মন্তব্য করুন: