এমবাপ্পেকে মেসির ‘জবাব’
১৩ জুন ২০২৪
২০১৮ বিশ্বকাপ জিতলেও ক্যারিয়ারে এখনো ইউরো জেতা হয়নি কিলিয়ান এমবাপ্পের। তবে দক্ষিণ আমেরিকার ফুটবলের সেরা আসর কোপা আমেরিকাকে তিনি ইউরোর সমপর্যায়ের মনে করেন না। এবার ফরাসি তারকাকে উচিত জবাব দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
২০২২ সালের মে মাসে এমবাপ্পে বলেছিলেন, “দক্ষিণ আমেরিকায় ফুটবলের মানে ইউরোপের মতো উন্নত নয়। তাই আপনি যদি গত কয়েকটি বিশ্বকাপের দিকে তাকান, দেখবেন ইউরোপীয়রাই জিতেছে।” এরপর ওই বছরই কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কিছুদিন আগে আবারও এমবাপ্পে মন্তব্য করেছেন, “বিশ্বকাপ জেতার চেয়ে ইউরো জেতা কঠিন।”
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পের এই বক্তব্যের জবাব দিয়ে মেসি বলেন, “ইউরো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কিন্তু এতে তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল, দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে খেলে না। এতগুলো বিশ্বচ্যাম্পিয়ন দলকে বাদ দিয়ে আপনি বলছেন ইউরো সবচেয়ে কঠিন! তাই না? বিশ্বকাপে সেরা দলগুলোই খেলে, সব বিশ্বচ্যাম্পিয়নরাই খেলে। এ কারণেই সবাই বিশ্বচ্যাম্পিয়ন হতে চায়।”
মন্তব্য করুন: