মেসির জোড়া গোল, বড় জয়ে কোপার প্রস্তুতি সারল আর্জেন্টিনা
১৫ জুন ২০২৪
কোপা আমেরিকার আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশের হয়ে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি করিয়েছেন একটি। আর এতেই গুয়াতেমালাকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ওয়াশিংটনে বাংলাদেশ সময় শনিবার সকালে ম্যাচের শুরুতেই হোঁচট খায় আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। তবে সমতায় ফিরতে খুব একটা দেরি করতে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। আট মিনিট পরেই স্কোরশিটে নাম তোলেন মেসি।
বিরতির আগে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। ৬৬তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে আরেকবার বল জালে জড়ান ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা আনহেল দি মারিয়ার দুর্দান্ত পাসে ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। তবে এরপর আরও সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
এদিন ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রাখে মেসি-মার্তিনেসরা। গোলের জন্য নেওয়া ১৯টি শটের ১০টিই রাখে লক্ষ্যে। বিপরীতে মাত্র চারটি শট নেয় গুয়াতেমালা।
এবারের মৌসুমে পেশির চোটে ইন্টার মায়ামির হয়ে বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি মেসি। গত মার্চে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আর্জেন্টিনার হয়েও দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। অবশ্য তাকে ছাড়াই এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত সোমবার একুয়েডরের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর শুরুর আগে প্রথম একাদশে মাঠে নেমেই ফিরলেন নিজের সেরা ছন্দে।
আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে মেসির দলের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।
মন্তব্য করুন: