এবার ইউরোর শিরোপা হাতছাড়া করতে চান না কেইন

এবার ইউরোর শিরোপা হাতছাড়া করতে চান না কেইন

ইউরোর গত আসরে শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছিল ইংল্যান্ডকে। ঘরের মাঠ ওয়েম্বলিতে তাদের সব আশায় জল ঢেলে শিরোপা ঘরে তোলে ইতালি। চলতি ইউরোতে রোববার রাতে ‘সি’ গ্রুপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশদের যাত্রা শুরু হবে। এই আসরে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা দেখছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কেইন বলেন, “শুধু ভালো একটি আসর কাটানো নয়, সেইসঙ্গে ইংল্যান্ডের হয়ে একটা বড় শিরোপা জয়ের মতো স্মরণীয় কিছু করতে চাই। তাই আমরা জানি এটা সম্মান করার, গর্ব করার মতো এবং নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার মতো বিষয়। আমরা যদি জিততে না পারি, তাহলে অবশ্যই হতাশ হব। ”

প্রথম খেলোয়াড় হিসেবে চারটি বড় টুর্নামেন্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে যাওয়া কেইন আরও বলেন, “আমরা সত্যিই জিততে চাই এবং জাতীয় দল হিসেবে জেতা শুরু করতে চাই। কারণ আমরা জয়ের মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি। জানি, এটা কঠিন হবে, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি খুব সৌভাগ্যবান যে, আমার দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় এবং কিছু অসাধারণ সহকর্মী আছে।”

মন্তব্য করুন: