ইউরোর সবচেয়ে বুড়ো খেলোয়াড় এখন পেপে
১৯ জুন ২০২৪
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক কীর্তি গড়েছেন পেপে। ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন পর্তুগালের এই ডিফেন্ডার।
মঙ্গলবার রাতে লাইপজিগে ৪১ বছর ১১৩ দিন বয়সে মাঠে নামেন পেপে। ভেঙে দেন হাঙ্গেরির গ্যাবর কিরালির সবচেয়ে বেশি বয়সে ইউরো খেলার রেকর্ড। ২০১৬ সালের আসরের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ৪০ বছর ৮৬ দিন বয়সে মাঠে নামেন এই গোলকিপার।
পেপের কীর্তি গড়ার দিনে ২-১ গোলের জন্য নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। দেশের জার্সিতে ২০০৭ সালে অভিষেক হয় এই ডিফেন্ডারের। জাতীয় দলের হয়ে পরের বছর অনুষ্ঠিত ইউরোতে প্রথমবারের মতো মাঠে নামেন। এখন পর্যন্ত পাঁচটি ইউরোতে অংশ নেওয়া এই ফুটবলার ছিলেন ২০১৬ আসরের শিরোপা জয়ী দলেও।
পর্তুগালের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৩৮ ম্যাচে মাঠে নামা পেপের গোল ৮টি। ২০৮ ম্যাচ খেলে এই তালিকার শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মন্তব্য করুন: