মেসিকে আটকানোর উপায় ঠিক করেছেন কানাডা কোচ
২০ জুন ২০২৪
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর কানাডা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে কানাডার কোচ জেসি মার্শের সংবাদ সম্মেলেনের বড় অংশ জুড়ে থাকলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের মুখোমুখি হয়ে ভড়কে না গিয়ে নির্ভয় ফুটবল খেলার তাগিদ দিয়েছেন মার্শ।
খেলোয়াড়ী জীবনে মেসির বিপক্ষে খেলেছেন কানাডা কোচ। এমনকী ক্লাব ফুটবলে মেসির বিপক্ষে তার কোচিং করানোর অভিজ্ঞতাও আছে। মার্শ বলেন, “আমি মেসির বিপক্ষে খেলেছি। তার বিপক্ষ দলকে কয়েকবার কোচিং করিয়েছি। তার বিপক্ষে কিছু সাফল্যও আছে। সে সব সময়ই পার্থক্য গড়ে দিতে পারে। মেসি যে মানের ফুটবলার, সেটা বিস্ময়কর। তাই এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।”
সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, মেসিকে আটকানোর সম্ভাব্য উপায় কী? জবাবে মার্শ বলেন, “যখনই সে বল পায়, তখনই একটা কম্বিনেশন তৈরি করে আক্রমণে যায়। আমার মনে হয়, (মেসিকে আটকাতে) সব সময় সতর্ক থাকতে হবে। সে যেখানেই থাকুক, তাকে খেলার জায়গা দেওয়া যাবে না। কাজটা তার জন্য কঠিন করে তুলতে হবে।”
মন্তব্য করুন: