রেকর্ড নিয়ে ভাবি না, রেকর্ড গড়ে বললেন মেসি
২১ জুন ২০২৪
কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে কোপা আমেরিকার শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচটিতে মাঠে নামতেই কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার দারুণ এক রেকর্ড গড়েন লিওনেল মেসি। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক বললেন, রেকর্ড নিয়ে তিনি ভাবেন না। দলের জন্য নিজের কাজটাই করে যেতে চান।
আর্জেন্টিনার হয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেস আর লাউতারো মার্তিনেস। কয়েকটি সুবর্ণ সুযোগ নষ্ট না হলে গোল হতো আরও। মেসিই অন্তত দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন। তাছাড়া কানাডা প্রথমার্ধে কোনো গোলই করতে দেয়নি। তাই হারলেও মেসির প্রশংসা আদায় করে নেয় কানাডা, “আমরা জানতাম, এটা খুব কঠিন লড়াই হবে। জানতাম খেলার জন্য কানাডা কঠিন প্রতিপক্ষ।”
এই ম্যাচ দিয়ে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে সর্বোচ্চ ৩৫টি ম্যাচ খেললেন মেসি। পেছনে পড়ে গেলেন চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্টোন। বহু রেকর্ডের মালা পরা আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, “সবসময়ই বলি, আমি কখনও রেকর্ডের দিকে মনোযোগ দেই না। কেবল এবারের কোপা আমেরিকা উপভোগ করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।”
মন্তব্য করুন: