অসংখ্য সুযোগ হারিয়ে শুরুতেই হোঁচট খেল ব্রাজিল

অসংখ্য সুযোগ হারিয়ে শুরুতেই হোঁচট খেল ব্রাজিল

ম্যাচের বেশিরভাগ সময় প্রতিপক্ষের অর্ধে আক্রমণ চালিয়েছে ব্রাজিল। তবে সর্বশক্তি দিয়ে রক্ষণভাগ সামলানো কোস্টা রিকার দেয়াল ভেদ করতে পারেনি ভিনিসুস-রদ্রিগোরা। একের পর সুযোগ হাত ছাড়া করে কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার অভিযানের শুরুতেই হোঁচট খেয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে কোস্টা রিকার সঙ্গে গোল শূন্য ড্র করে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের ৪৮তম আসর শুরু করল ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ব্রাজিল চার ভাগের প্রায় তিন ভাগ সময় বল নিজেদের দখলে রাখে। আক্রমণের তোড় সামলাতে গোলপোস্টের নিচে ব্যস্ত সময় পার করেন কোস্টা রিকার গোলরক্ষক। গোলের জন্য মোট শট নেয় ১৯টি। কিন্তু এর মধ্যে লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি।

অপর প্রান্তের পোস্টে এক প্রকার বেকার দাঁড়িয়েই ছিলেন আলিসন বেকার। কোস্টা রিকা কেবল দুটি শট নিলেও এর একটিও লক্ষ্যে ছিল না।

শুরু থেকেই একের পর আক্রমণে প্রতিপক্ষ ফুটবলারদের ব্যস্ত রাখেন রদ্রিগো-পাকেতারা। কিন্তু পাত্রিক সেকেইরার দৃঢ়তায় জালের দেখা পায়নি। ২৯তম মিনিটে বল জালে জড়ালেও পরে তা ভিএআরের কারণে বাতিল করা হয়। প্রথমার্ধে গোলের জন্য ৯টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি।

বিরতির পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আক্রমণের ধার বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ৭০তম মিনিটে ভিনিসুস জুনিয়রের বদলি হিসেবে তরুণ এনদ্রিক মাঠে নামলেও দলের ভাগ্য ফেরাতে পারেননি।

একই দিন ‘ডি’ গ্রুপের আরেক ম‍্যাচে প‍্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু করে কলম্বিয়া।

মন্তব্য করুন: