ব্রাজিলের হতশ্রী খেলা যন্ত্রণা দিয়েছে নেইমারকে

ব্রাজিলের হতশ্রী খেলা যন্ত্রণা দিয়েছে নেইমারকে

কোস্টা রিকার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু করেছে ব্রাজিল। তার চেয়েও বড় কথা, ম্যাচে গোল করার অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নয় বারের শিরোপাধারীরা! চারদিকে শুরু হয়েছে সমালোচনা। সমর্থকেরা চটে গেছেন। এই পরিস্থিতিতে মুখ খুললেন নেইমার। নিজের কষ্টের কথা জানিয়ে পাশে দাঁড়ালেন সতীর্থদের।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ব্রাজিলের খেলা দেখতে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নেইমার। চোটের কারণে স্কোয়াডের বাইরে থাকা এই আল হিলাল তারকা ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বলেন, “আমরা যখন মাঠে থাকি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো এমন দিন আসে, যখন কোনো কিছুই ঠিকঠাক হয় না, আবার এমন দিনও আসে যখন সব ঠিকঠাক হয়।”

ব্রাজিল তারকা আরও বলেন, “খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় সমালোচনার ওপর থাকতে হয়। প্রতিটি পাস, প্রতিটি শট ও প্রতিটি সিদ্ধান্ত নিয়ে কথা ওঠে। কারণ, ব্রাজিলের জনগন সবাই জাতীয় দলের হয়ে খেলতে চায়। সবাই স্বপ্ন দেখে ও চেষ্টা করে। এ কারণে যারা বাইরে থাকে, তারা মনে করে ভেতরে থাকাদের চেয়ে বেশি জানে। এটাই স্বাভাবিক। কিন্তু আপনার বাইরের দৃষ্টিভঙ্গি দিয়ে যা দেখেন, ভেতর থেকে সেটা আপনি কখনো পারবেন না।”

খেলা চলাকালীন গ্যালারিতে থাকা নেইমারকে মাঝেমধ্যে হাত দিয়ে চোখ ঢেকে ফেলতে দেখা গেছে। দলের পারফর্মেন্স দেখার অনুভূতি নিয়ে তিনি বলেন, “আজ দর্শক হিসেবে খেলা দেখলাম। বারবার মন বলছিল, গোলটা হয়ে যাবে। খুব মানসিক যন্ত্রণায় ভূগছিলাম। তবে মাঠের বাইরে আমি কখনো সীমা ছাড়াই না। যা হয়েছে, মেনে নিয়েছি। এখন অনুশীলনে মনোযোগী হও এবং পরের ম্যাচের জন্য আরও উন্নতি করো। এই দলের ওপর আমার আস্থা আছে। আমি জানি, তারা নিজেদের জন্য, পরিবারের জন্য ও ব্রাজিল সমর্থকদের জন্য সেরাটাই করবে।”

মন্তব্য করুন: