পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জর্জিয়া

পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জর্জিয়া

আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় দুর্বল জর্জিয়ার বিপক্ষে একগাদা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল পর্তুগাল। তবে কিছু বুঝে ওঠার আগেই ৯১ সেকেন্ডের মাথায় গোল খেয়ে বসে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে মুহুর্মুহু আক্রমণ চালালেও লক্ষ্যভেদ করতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধে আরেক গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জর্জিয়া। বাকিটা সময় প্রতিপক্ষকে আটকে রেখে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) খেলতে এসে নকআউট পর্বে ওঠে ইতিহাস সৃষ্টি করেছে তারা।

বুধবার রাতে জার্মান ক্লাব শালকের মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারায় জর্জিয়া। গ্রুপ পর্বে তৃতীয় সেরা দলগুলোর একটি হওয়ায় শেষ ষোলোর টিকিট পায় প্রথমবার ইউরো খেলতে আসা দলটি।

একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের ধাপে উঠেছে তুরস্ক। গ্রুপ পর্ব শেষে পর্তুগাল ও তুরস্কের পয়েন্ট সমান ৬ হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় গ্রুপ সেরা পর্তুগিজরা। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় জর্জিয়া।

ইউরো খেলতে আসার দলগুলোর মাঝে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা (৭৪ নম্বর) জর্জিয়াকে শুরুতেই এগিয়ে দেন নাপোলির ফরোয়ার্ড কাভারাৎসখেলিয়া। ম্যাচে ফিরতে মরিয়া পর্তুগাল দ্রুতই পাল্টা আক্রমণ শুরু করে। ১৬তম মিনিটে রোনালদোর বুলেট গতির ফ্রি কিক অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক।

ম্যাচের ৭৩ শতাংশ সময় বল দখলে এগিয়ে থাকা পর্তুগিজরা গোলের জন্য শট নেয় ২২টি। তবে এর মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল ৫টি। অন্যদিকে ৭টি শটের বিপরীতে জর্জিয়া গোলমুখে রাখে ৩টি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যহত রাখে রোনালদোরা। তবে ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জর্জেস মিকাউতাদজে। এর সাত মিনিট পর রোনালদোকে তুলে নেন কোচ রবের্তো মার্তিনেস। কিন্তু কোচের সিদ্ধান্তে পর্তুগিজ অধিনায়ককে খুব একটা সন্তুষ্ট মনে হয়নি।

শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া। অন্যদিকে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে জর্জিয়া।

মন্তব্য করুন:

Add