ড্র ম্যাচের কৌশলেই আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ
২৮ জুন ২০২৪
কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারে অভিযানের শুরুতেই হোঁচট খেয়েছে ব্রাজিল। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে কোস্টা রিকার সঙ্গে গোল শূন্য করে আপাতত চাপেই আছে বর্তমান রানার্স-আপরা। তবে এরপরেও নিজেদের কৌশলের ওপর আস্থা রাখছেন কোপ দরিভার জুনিয়র। জয়ের ধারায় ফিরতে সমর্থকদের পাশে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের শেষ খেলবে আপাতত গ্রুপের শীর্ষে থাকা কলম্বিয়ার বিপক্ষে।
কোস্টা রিকার বিপক্ষে অসংখ্য সুযোগ তৈরি করলেও প্রত্যাশা মতো আসরের শুরুটা হয়নি ব্রাজিলের। একের পর এক আক্রমণ চালালেও খালি হাতেই ফিরতে হয় দরিভাল শিষ্যদের। তবে ম্যাচে দলের পারফরম্যান্সের ইতিবাচক দিকগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে চান ৬২ বছর বয়সী কোচ।
টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, “এটা ঠিক যে আমরা সবাই গত ম্যাচে একটু ভিন্ন ফল প্রত্যাশা করেছিলাম। তবে আমরা যেভাবে খেলেছি, এর প্রশংসা না করে পারা যাবে না। ছেলেরা প্রতিপক্ষকে পুরোপুরি ওদের রক্ষণে ঠেলে দিয়েছিল।”
“আমরা যা করছি এবং যা আমরা অর্জন করছি তা নিয়ে আমি দৃঢ় প্রত্যয়ী। আমরা কেবলই কাজটা শুরু করেছি। তবে আমি মনে করি, আমরা ভারাসাম্য রেখে এগিয়ে যাচ্ছি। আমাদের শান্ত, ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী থাকতে হবে। যদি প্রতিটা ম্যাচে যা করছি এর সব কিছু নিয়ে যদি দ্বিধায় থাকি তাহলে আমাদের কোনো উন্নতি হবে না।”
নয়বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা প্যারাগুয়ের বিপক্ষে বেশ চাপে থাকবে বলে মনে করা এই কোচ বলেন, “প্রতিটা ম্যাচই নির্ণায়ক, সেটা প্রীতি ম্যাচই হোক না আর না হোক। ব্যাপারটা সব সময় একই থাকবে। আমরা এখান থেকে বের হতে পারব না।”
ব্রাজিল দল এখন একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়ে ভক্ত-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান দরিভাল।
“আমাদের বুঝতে হবে, এটা পরিবর্তনের সময়, পালাবাদলের সময়। একটা দল রাতারাতি তৈরি করা যায় না… এটা সহজাত প্রক্রিয়া। স্রেফ সবশেষ ম্যাচ নয়, প্রতিটা ম্যাচে দল নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতা বেশি দেখাচ্ছে।”
মন্তব্য করুন: