মাধ্যমিকে পাস করলেন ইউরোর কনিষ্ঠতম খেলোয়াড়
২৮ জুন ২০২৪
স্পেনের হয়ে ইউরোর মাঠে নেমেই ইতিহাস গড়েছিলেন লামিনে ইয়ামাল। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেন ১৬ বছর বয়সী এই উইঙ্গার। এবার ইউরো চলাকালীন সময়ে তার জন্য এলো দারুন সুখবর। স্কুলের পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন ইয়ামাল।
ফুটবলের পাশাপাশি ইয়ামাল পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ জার্মানিতে স্পেনের অনুশীলন ক্যাম্পে থাকাকালীন তিনি পরীক্ষায় পাসের খবরটা পান। এরপর স্থানীয় গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি অনুশীলন সেশন থেকে বের হতেই খবর পাই যে, পরীক্ষায় পাস করেছি। সব ঠিকঠাক আছে এবং আমি ইএসও সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করেছি।”
ইএসও হলো স্পেনের মাধ্যমিক শিক্ষার শেষ ধাপ। জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামাল আরও জানিয়েছেন, ফুটবলের পাশাপাশি তিনি পড়াশোনাটাও চালিয়ে যাবেন। স্পেনের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২টি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। চলতি ইউরোর গ্রুপ পর্বের তিন ম্যাচেই তিনি খেলেছেন। শতভাগ জয় নিয়ে শেষ ষোলোতে গেছে স্পেন।
মন্তব্য করুন: