নিজের নয়, ব্রাজিলের জন্য খেলেন জোড়া গোল করা ভিনিসুস
২৯ জুন ২০২৪
ব্রাজিলের জার্সিতে এতদিন নিজেকে খুব একটা মেলে ধরতে পারছিলেন না ভিনিসুস জুনিয়র। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ৩১ ম্যাচে মাঠে নামলেও গোল করেছিলেন মাত্র তিনটি। কোপা আমেরিকার প্রথম ম্যাচেও ছিলেন বেশ নিষ্প্রভ। তবে প্রয়োজনের সময় দুর্দান্ত নৈপুণ্যে জ্বলে উঠে দলকে জিতিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। জোড়া গোল করে ম্যাচ শেষে জানিয়েছেন তিনি নিজের জন্য নয়, খেলেন ব্রাজিলের জন্য।
লাস ভেগাসে বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকায় টিকে থাকার লড়াইয়ে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। কোস্টা রিকার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে একমদ মলিন পারফরম্যান্স করা ভিনিসুস এদিন প্রথমার্ধেই জোড়া গোল করেন। বাকি দুই গোল করেন সাভিনিয়ো ও লুকাস পাকেতা।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন ভিনিসুস। গতিময় ফুটবলের সঙ্গে ড্রিবলিং, পাস ও শটে প্রতিপক্ষকে ব্যস্ত রাখেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে তার পা থেকেই আসে দলের উদ্বোধনী গোল। তবে এর মিনিট চারেক আগে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। পেনাল্টি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন পাকেতা।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসুস। ৭৩তম মিনিটে হ্যাটট্রিকের চমৎকার একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এই ২৩ বছর বয়সী ফুটবলার। কিন্তু ডি বক্সের বাঁ দিক থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
আগের ম্যাচে গোলের জন্য একটিও শট নিতে পারা এই রিয়াল তারকা এদিন শট নেন তিনটি। সফলভাবে ড্রিবল করেন ৭ বার। গত ম্যাচের ছন্নছাড়া পারফরম্যান্সের পর ব্রাজিলে টিকে থাকার লড়াইয়ে নিজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের ভিনিসুস বলেন, “আজ আমি সেই খেলাটা খেলেছি যা আমার পর্যায়ের খেলোয়াড়রা খেলে থাকে।”
“একটা কথা সব সময় বলি, আমি কখনও নিজের জন্য খেলি না। আমি খেলি দলের জন্য, ব্রাজিলের জন্য, আমার দেশের জন্য। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সব সময় সেটা সম্ভব হয় না। আজ দারুণ একটি ম্যাচ খেলেছি। আমি জানি, আমি আরও উন্নতি করতে পারব এবং ব্রাজিলকে সহায়তা করতে তাই করব। আমরা এই ব্রাজিল দলকে তার যোগ্য স্থানে নিয়ে যেতে চাই।”
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দুই নম্বরে আছে ব্রাজিল। টানা দুই হেরে তলানিতে প্যারাগুয়ে। দিনের অন্য ম্যাচে কোস্টা রিকাকে ৩-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কলম্বিয়া। টানা দুই জয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। ১ পয়েন্ট নিয়ে তিনে কোস্টা রিকা।
মন্তব্য করুন: