কোপার শেষ আটে উরুগুয়ে, পানামা

কোপার শেষ আটে উরুগুয়ে, পানামা

নিজেদের শেষ ম্যাচ জিতে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে উরুগুয়ে ও পানামা। ব্রাজিল শেষ আটে উঠলে এই দুই দলের যে কোনো একটির বিপক্ষে খেলবে।

ক্যানসাসে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে। ১৫ বারের চ্যাম্পিয়নদের হয়ে ৬৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা।  

অরল্যান্ডোতে একই সময় শেষ রাউন্ডের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডের টিকিট পায় পানামা।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কোয়ার্টার-ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি জিতলে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে পানামার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ড্র করলে শেষ আটে দরিভাল জুনিয়রের শিষ্যরা খেলবে উরুগুয়ের বিপক্ষে।

৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বরে থাকায় কলম্বিয়ার কাছে হারলেও ব্রাজিলের সামনে সুযোগ থাকবে পরের পর্বে যাওয়ার। এক পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকা কোস্টা রিকাকে শেষ ম্যাচে শুধু জিতলেও চলবে না, টপকাতে হবে ব্রাজিলের গোল ব্যবধানকেও।

মন্তব্য করুন: