কলম্বিয়ার কাছে হোঁচট খেয়ে উরুগুয়েকে পেল ব্রাজিল
৩ জুলাই ২০২৪
কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করতে ড্র-ই যথেষ্ট ছিল ব্রাজিলের জন্য। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে এবং সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সহজ প্রতিপক্ষ পেতে জিততেই হতো দরিভাল জুনিয়রের দলকে। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে রদ্রিগো-ভিনিসুসদের দমিয়ে রাখে কলম্বিয়া। ফলে ১-১ গোলের ড্র নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ আটে উঠেছে নয়বারের চ্যাম্পিয়নরা, যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল দেওয়া উরুগুয়ে।
ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচের সপ্তম মিনিটে ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে আসে ভিনিসুস জুনিয়রের হলুদ কার্ড। আগের দুই ম্যাচেও হলুদ কার্ড দেখায় কোয়ার্টার-ফাইনালে এই তারকা ফরোয়ার্ডকে মাঠের বাইরে থাকতে হবে।
দ্বাদশ মিনিটে দলকে শেষ আটের পথে এগিয়ে দেন রাফিনিয়া। ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান বার্সেলোনার এই ডিফেন্ডার।
ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণের ধার বাড়ায় কলম্বিয়াও। ১৯তম মিনিটে হামেস রদ্রিগেসের ক্রস থেকে দাভিনসন সানচেস বল জালে জড়ালেও ভিএআরে অফসাইডের কারণে গোল দেওয়া হয়নি।
ব্রাজিলের রক্ষণভাগকে রীতিমত ব্যস্ত রাখলেও গোলরক্ষক আলিসন বেকারের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না কলম্বিয়া। শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে দানিয়েল মুইনোস বেকারকে ফাঁকি দিলে সমতায় ফেরে কলম্বিয়া।
বিরতির পরও ছন্দময় ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা ভিনিসুসকে এদিন প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতেও দেখা যায়নি।
দ্বিতীয়ার্ধে বল দখলে দু’দল সমান থাকলেও দাপট বেশি দেখা যায় কলম্বিয়ারই। তবে গোলের দেখা পায়নি তারাও। ম্যাচের অন্তিম মুহূর্তে আন্দ্রিয়েস পেরেইরার শট গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে দিলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
৩ ম্যাচে এক জয় ও ২ ড্রয়ে ‘ডি’ গ্রুপ রানার্স-আপ ব্রাজিলের পয়েন্ট ৫। ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা কলম্বিয়া। শেষ আটে তাদের প্রতিপক্ষ পানামা।
বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৭টায় উরুগুয়ের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে দরিভালের দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি ৯ গোল দিয়েছে লুইস সুয়ারেস-ফেদে ভেলভার্দেরা। বিপরীতে গোল হজম করেছে মাত্র একটি। অন্যদিকে প্রতিপক্ষের জালে ৩ গোল দেওয়া ভিনিসুস-রাফিনিয়ারা গোল খেয়েছে ২টি।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]
মন্তব্য করুন: