ইউরোর কোয়ার্টার-ফাইনালের কে কার প্রতিপক্ষ

ইউরোর কোয়ার্টার-ফাইনালের কে কার প্রতিপক্ষ

শেষ ষোলোর জমজমাট লড়াই শেষে এবার কোয়ার্টার-ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো)। অস্ট্রিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে তুরস্ক শেষ আট নিশ্চিত করায় চূড়ান্ত হয়ে গেছে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সব দলের প্রতিপক্ষ।

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া কোয়ার্টার-ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।

প্রথম কোয়ার্টার-ফাইনালে স্টুটগার্টে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ইউরোর সফলতম দুই দল জার্মানি ও স্পেন। দু’দলই এখন পর্যন্ত তিনটি করে ইউরোর শিরোপা ঘরে তুলেছে।

শেষ আটে উঠতে ডেনমার্ককে ২-০ গোলে হারায় স্বাগতিক জার্মানি। অন্যদিকে আসরের একমাত্র দল সব ম্যাচ জেতা স্পেন ৪-১ গোলে গুঁড়িয়ে দেয় জর্জিয়াকে।

একই দিন হামবুর্গে বাংলাদেশ সময় রাত ১টায় সেমি-ফাইনালে ওঠার আরেক ম্যাচে মাঠে নামবে পর্তুগাল ও ফ্রান্স।

শেষ ষোলোয় আত্মঘাতী গোলে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে টাইব্রেকারে স্লোভেনিয়ার বাধা পেরোয় ২০১৬ আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল।

তৃতীয় কোয়ার্টার-ফাইনালে শনিবার ডুসেলডর্ফে বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে জুড বেলিংহ্যামের দুর্দান্ত গোলে সমতায় ফেরে গতবারের রানার্স-আপরা। সেখান থেকে অতিরিক্ত সময়ের শুরুতে হ্যারি কেইনের গোলে ২-১ গোলের জয় পায় ইংলিশরা। তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে।

একই দিন বার্লিনে শেষ কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটে ওঠে ডাচরা। আর অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় তুরস্ক।

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

স্পেন-জার্মানি

পর্তুগাল-ফ্রান্স

ইংল্যান্ড-সুইজারল্যান্ড

নেদারল্যান্ডস-তুরস্ক

মন্তব্য করুন:

Add