ব্রাজিলের খেলার সময় ঘুমের ইমো নেইমারের

ব্রাজিলের খেলার সময় ঘুমের ইমো নেইমারের

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ছন্দে ছিল না ব্রাজিল। ড্র করে গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার-ফাইনালে পেয়েছে উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষ। আর দলের এমন ধারহীন পারফরম্যান্স দেখে ম্যাচের দ্বিতীয়ার্ধের সময় ইন্সটাগ্রামে ঘুমের ইমোজি দিয়ে পোস্ট করে আলোচনায় এসেছেন নেইমার।

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকালে কলম্বিয়ার সঙ্গে - গোলে ড্র করে গ্রুপ রানার্স-আপ হিসেবে কোয়ার্টার-ফাইনালে ওঠে ব্রাজিল। ম্যাচের দ্বাদশ মিনিটে রাফিনিয়ার ফ্রি কিক থেকে এগিয়ে যায় কোপা আমেরিকার নয়বারের চ্যাম্পিয়নরা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।

ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে কিংবা আক্রমণে কলম্বিয়ার চেয়ে পিছিয়ে ছিল ব্রাজিল। গতি ছন্দহীন খেলায় চেনা রূপে দেখা যাচ্ছিল না আগের ম্যাচে জোড়া গোল করা ভিনিসুস জুনিয়রকে। রদ্রিগো-রাফিনিয়ারাও ছিলেন বিবর্ণ।

নিজ দলের এমন পারফরম্যান্স দেখে হয়তো দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন সন্তানদের নিয়ে ইনস্টাগ্রামে একটি ঘুমের ছবি আপলোড দেন নেইমার। ক্যাপশনে ঘুমের ইমোজি দিয়ে তারকা এই ফরোয়ার্ড লেখেন, “চলো টিভি দেখি? তিন মিনিট পর (ঘুমের ইমো)” 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neymar Jr (@neymarjr)

তবে নেইমার হয়তো পোস্টটি মজার ছলেই দিয়েছেন। কারণ প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের সবশেষ ম্যাচেও দলকে সমর্থন জোগাতে মাঠে যান তিনি। সেই ম্যাচ শেষে ড্রেসিংরুমে ভিনিসুসসহ অন্য সতীর্থদের সঙ্গে আড্ডা দেওয়ার ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে না পারা এই ফরোয়ার্ড।

মন্তব্য করুন: