ব্রাজিলকে পেনাল্টি না দেওয়া ভুল ছিল, স্বীকার কর্তৃপক্ষের
৪ জুলাই ২০২৪
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। বিরতির আগে আক্রমণের চেষ্টায় দারুণ গতিতে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসুস জুনিয়র। তবে পেছন থেকে ডিফেন্ডার দানিয়েল মুনোস বল নিতে গেলে পড়ে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে সঙ্গে পুরো দল পেনাল্টির আবেদন করলেও তা নাকচ করে দেন রেফারি। এরপর ভিএআরও সেই সিদ্ধান্ত বহাল রাখেন। তবে সিদ্ধান্তটি যে ভুল ছিল তা স্বীকার করে নিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচের ৪২তম মিনিটে এই ঘটনা ঘটে। তবে সে সময় ভেনেজুয়েলার রেফারি ফাউলের কোনো বাঁশি বাজাননি। পরে ব্রাজিলের খেলোয়াড়দের জোরাল দাবির মুখে তা ভিএআরের কাছে পাঠান। কয়েকবার পরীক্ষার পর ডিফেন্ডার বল স্পর্শ করেছে ধরে নিয়ে আর্জেন্টাইন রেফারির নেতৃত্বাধীন ভিএআর দল মাঠের রেফারির সিদ্ধান্তকে বহাল রাখে।
তবে বুধবার এক ভিডিও বার্তায় রেফারির ভুল স্বীকার করে কনমেবলের তরফ থেকে বলা হয়, “পেনাল্টি এলাকায় বল দখলের লড়াইয়ে সেই ডিফেন্ডার বলে স্পর্শ করতে পারেনি। এর ফলে তার ট্যাকলের পর রেফারি যে সিদ্ধান্ত নেওয়া নিয়েছে তা যৌক্তিক হয়নি। রেফারি বিষয়টি দেখতে ব্যর্থ হয়েছিলেন এবং খেলা চালিয়ে যান।”
“বেপরোয়াভাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ট্যাকল করার আগে যে বলে ডিফেন্ডারের স্পর্শ ছিল না, সেটা চিহ্নিত করতে ব্যর্থ হয় ভিএআর। এতে ভিএআর ভুলবশত মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রাখে।”
রেফারির এই সিদ্ধান্তের কিছুক্ষণ পরেই কলম্বিয়াকে সমতায় ফেরান মুনোস। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। আর এতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে কোয়ার্টার-ফাইনালে ওঠে ব্রাজিল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দরিভার জুনিয়রের শিষ্যরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯ গোল দেওয়া উরুগুয়েকে।
ম্যাচের পর পরই ব্রাজিলের কোচ দারিভাল রেফারি আর ভিএআরের ওই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এখন তার দাবিই ঠিক প্রমাণিত হলো।
মন্তব্য করুন: