ব্রাজিল বিদায় নেওয়ায় এনদ্রিকের নজর রিয়াল মাদ্রিদে
৭ জুলাই ২০২৪
আসরজুড়ে হতাশাজনক পারফরম্যান্সে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে দল। প্রথমবারের মতো শুরুর একাদশের হয়ে পুরো ম্যাচে মাঠে থাকলেও ছিলেন একদমই নিষ্প্রভ। কিন্তু এরই মধ্যে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকের জন্য মুখিয়ে আছেন ব্রাজিলের তরুণ সেনসেশন এনদ্রিক।
লাস ভেগাসে বাংলাদেশ সময় রোববার সকালে উরুগুয়ের বিপক্ষে প্রথমবারের মতো জাতীয় দলের শুরুর একাদশের হয়ে মাঠে নামেন এনদ্রিক। পুরো ৯০ মিনিট মাঠে থেকেও ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বল ছুঁয়েছেন কেবল ২৩ বার। দলের দখল হারান ১৪ বার আর সতীর্থদের সঠিক পাস দিতে পেরেছেন স্রেফ দুইবার।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে এনদ্রিকের সম্ভাব্য শট নেওয়ার আগেই ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।
ম্যাচ শেষে মিক্সড জোনে গত মৌসুমেই রিয়ালের হয়ে নাম লেখানো তরুণ এই ফুটবলার বলেন, “হ্যাঁ, যেমনটা আমি বলছিলাম এখন আমি (রিয়াল) মাদ্রিদের কথা ভাবছি। তবে এখন এই বিষয় নিয়ে কথা বলা বেশ কঠিন কারণ আমরা বিদায় নিয়েছি (কোপা আমেরিকা থেকে)। এখন আমার মন মাদ্রিদে আছে।”
মন্তব্য করুন: