অল্প বয়সে আরও এক নারী ফুটবলারকে হারাল বাংলাদেশ
৮ জুলাই ২০২৪
না ফেরার দেশে চলে গেছেন বয়সভিত্তিক দলে বাংলাদেশের হয়ে খেলা ফুটবলার মিথিরা আক্তার। নারায়নগঞ্জ থেকে উঠে আসা ২৩ বছর বয়সী এই ফুটলার লিভার ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
সোমবার এক বিবৃতিতে মিথিলার মৃত্যুর খবরটি জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার তিনি মারা যান। ২০১৪-১৫ সালে মিথিলা অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৫ দলে খেলেন। এরপর তিনি ফুটবলের বাইরে ছিলেন।
এর আগে গত মার্চে সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পর প্রসব জটিলতায় মারা যান ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপজয়ী ফুটবলার রাজিয়া সুলতানা। সে সময় তার বয়স হয়েছিল ২১ বছর।
মিথিলার মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
মন্তব্য করুন: