আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল পরিচালনায় ব্রাজিলের রেফারি
১২ জুলাই ২০২৪
আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোপা আমেরিকার ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। মাঠে তার সহযোগী হিসেবে থাকবেন তারই দুই স্বদেশি।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়া।
বৃহস্পতিবার এক বিবৃতিতে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বেও থাকবেন ব্রাজিলের দুই রেফারি।
২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে রেফারির দায়িত্ব পালন করে আসছেন ক্লাউস। ৪৪ বছর বয়সী এই রেফারি সবশেষ কাতার বিশ্বকাপে দুটি ম্যাচ পরিচালনা করেন। এছাড়াও চলতি আসরে গ্রুপ পর্বে মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচের দায়িত্ব পালন করেন এই ব্রাজিলিয়ান রেফারি। সেই ম্যাচে তার রেফারিং নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন না উঠলেও চলতি আসরে ম্যাচ পরিচালনার সার্বিক মান নিয়ে বেশ সমালোচনা চলছে। ইতোমধ্যে গ্রুপ পর্বে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ভিএআরের ভুল স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে কনমেবল।
মন্তব্য করুন: