অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়লেন মেসি
১৫ জুলাই ২০২৪
তখন গোল শূন্য ড্রয়ের দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। প্রতিপক্ষের কাছ থেকে বল নিতে পেছনে ছুটছেন লিওনেল মেসি। কিন্তু দৌড়াতে গিয়ে আচমকাই মাটিতে পড়ে যান এই মহাতারকা। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নিলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। মাঠ ছেড়েছেন কান্নাভেজা চোখে।
মায়ামিতে বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ম্যাচের ৬৪তম মিনিটে এই ঘটনা ঘটে। দৌড়াতে গিয়ে ডান গোড়ালির চোটে পড়ে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন মেসি। এ সময় গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকদেরও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। মেসির বদলি হিসেবে মাঠে নামনে নিকো গনসালেস।
চোট নিয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ এভাবে মাঠ ছাড়ায় ডাগআউটে বসে কান্নায় ভেঙে পড়েন মেসি। এ সময় তাকে সান্ত্বনা দেন বেঞ্চে থাকা তার সতীর্থরা।
এর আগে ম্যাচের প্রথমার্ধেও গোড়ালিতে আঘাত পান মেসি। ৩৬তম মিনিটে আক্রমণে গেলে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে ডান পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। এসময় কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর আবার মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে অস্বস্তিতে দেখা যায় এই মহাতারকাকে।
মন্তব্য করুন: