১০০ কোটি ইউরো আয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের

২৫ জুলাই ২০২৪

১০০ কোটি ইউরো আয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের

বিশ্বের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১০০ কোটি ইউরোর বেশি আয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ অর্থ বছরে ১০৭ কোটি ৩০ লাখ ইউরো আয় হওয়ার তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাবটি।

বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানায় রিয়াল কর্তৃপক্ষ। ২০২২-২৩ অর্থ বছরের চেয়ে তাদের আয় বেড়েছে ২৩ কোটি ইউরো বা ২৭ শতাংশ। সেবার তাদের মোট আয় ছিল ৮৪ কোটি ৩০ লাখ ইউরো।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ী দলটি এবারের অর্থ বছরে দেশটির সরকারকে কর দেওয়ার পরেও মোট লাভ করেছে ১ কোটি ৬০ লাখ ইউরো। এটি গত মৌসুমের চেয়ে ৩২ শতাংশ বেশি।

মন্তব্য করুন: