আর্জেন্টিনার গোল বাতিলের অভিযোগ নাকচ

২৮ জুলাই ২০২৪

আর্জেন্টিনার গোল বাতিলের অভিযোগ নাকচ

প্যারিস অলিম্পিকস ফুটবলের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ভিএআরে শেষ মুহূর্তের গোল বাতিল হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। এই নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল তারা। তবে তাদের সেই অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফিফার অভিযোগ প্রত্যাখ্যান করার বিষয়টি জানান আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশনের (এএফএ) প্রসিডেন্ট ক্লাওদিও তাপিয়া। তবে কিসের ভিত্তিতে তাদের এই অভিযোগ ফিফা আমলে নেয়নি তার ব্যাখ্যা জানতে চাওয়া হবে বলে জানান তিনি।

মরক্কোর বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। নিজেদের অধিকার রক্ষায় এএফএ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইবে। একই সঙ্গে আপিল করার বিষয়টিও পর্যালোচনা করা হবে।”

গত বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম‍্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় ২০০৪ ও ২০০৮ আসরের সোনাজয়ী আর্জেন্টিনা।

সেদিন ম্যাচের যোগ করা সময়ের ১৬তম মিনিটে ক্রিস্তিয়ান মেদিনার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু সে সময় মাঠের মধ্যে দর্শক ঢুকে পড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হলে খেলা প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে ভিএআর দেখে অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি। এরপর ৩ মিনিট ১৫ সেকেন্ড খেলা হওয়ার পর ম্যাচ শেষ হয়।

শনিবার নিজেদের দ্বিতীয় ম‍্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করতে শেষ ম্যাচে মঙ্গলবার ইউক্রেনের মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানোর দল।

মন্তব্য করুন: