ফরাসি ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে

৩০ জুলাই ২০২৪

ফরাসি ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে

গত মাসেই আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবার নিজেই কিনছেন একটি ক্লাব। ফ্রান্স ফুটবল লিগের দ্বিতীয় বিভাগের দল কায়েনের ৮০ শতাংশের বেশি মালিকানা নিজের করে নিবেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

ফরাস সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানায়, কায়েনকে কিনতে দুই কোটি ইউরো খরচ করবেন ২৫ বছর বয়সী এমবাপ্পে। দ্রুতই দুই পক্ষের মধ্যে এই বিষয়ে চুক্তি হবে।

২০১৩ সালে ফরাসি ক্লাব মোনাকোর একাডেমিতে যোগ দেন এমবাপ্পে তার পরিবারের চাওয়া ছিল, সেখান থেকে কায়েনেই যেন যোগ দেন তিনি। তবে  লিগ ওয়ান থেকে দলটি দ্বিতীয় স্তরে নেমে যাওয়ায় শেষ পর্যন্ত মোনাকোতেই পেশাদার ক্যারিয়ার শুরু করেন এই তারকা

সবশেষ মৌসুমে দ্বিতীয় বিভাগের লিগটিতে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল কায়েন

মন্তব্য করুন: