কোয়ার্টার-ফাইনালেই মুখোমুখি হচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা

৩১ জুলাই ২০২৪

কোয়ার্টার-ফাইনালেই মুখোমুখি হচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা

অলিম্পিকস ফুটবলে প্রত্যাশিতভাবেই নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রেখেছে ফ্রান্স। তবে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। তবে বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তির একটিকে ছিটকে পড়তে হচ্ছে পদক লড়াইয়ের মঞ্চে পা রাখার আগেই। কোয়ার্টার-ফাইনালেই একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা।

মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গালে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে নাটকীয়ভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়েছিল তারা। আর এতেই গোল ব্যবধানে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ আটে ওঠে হাভিয়ের মাসচেরানোর দল। গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে মরক্কো।

একই দিন নিজেদের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের সঙ্গে ড্র করলেই কোয়ার্টার-ফাইনালে চলে যেত ফ্রান্স। তবে দাপুটে ফুটবল খেলে স্বাগতিকরা ম্যাচটি জেতে ৩-০ গোলে। প্রথম ম্যাচে একই ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে গিনির বিপক্ষে জয় পায় থিয়োরি অঁরির দল।

আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। এরপর সেমি-ফাইনাল দুটি মাঠে গড়াবে সোমবার। ব্রোঞ্জের লড়াই হবে ৮ আগস্ট। ৯ আগস্ট প্যারিসে অনুষ্ঠিত হবে ফাইনাল।

মন্তব্য করুন: