সৌদি আরবের ১৫ ভেন্যুতে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ

সৌদি আরবের ১৫ ভেন্যুতে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ

২০৩৪ সালে ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ১০৪ ম্যাচের আসরটি ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে আয়োজন করার ঘোষণা দিয়েছে তারা, যার ৮টি স্টেডিয়ামই থাকবে দেশটির রাজধানী রিয়াদে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, আপাতত বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের পুরোটাই একা আয়োজন করতে চায় সৌদি আরব। তবে ধারণা করা হচ্ছে, কিছু ম্যাচ প্রতিবেশি দেশগুলোতেও আয়োজন করতে পারে তারা।

এর আগে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য একমাত্র বিডার ছিল সৌদি আরব। বিডের দলিল অনুসারে, প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রিয়াদ ছাড়াও আছে জেদ্দা, আল খোবার, আবহা ও ৫০০ ডলার অর্থমূল্যের নতুন শহর নিওম। নিওম শহরে মাটি থেকে ৩৫০ মিটার উঁচুতে স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আছে আয়োজকদের।

ফাইনাল অনুষ্ঠিত হবে রিয়াদের ৯২ হাজার দর্শকধারণ ক্ষমতার নির্মাণের অপেক্ষাধীন কিং সালমান স্টেডিয়ামে। এছাড়াও ১৫টি স্টেডিয়ামে দর্শকধারণ ক্ষমতা ৪৫ হাজার করা হবে বলে জানানো হয়।

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ আয়োজনের জন্য ২০২২ কাতার আসরের চেয়েও বেশি পরিমাণ অর্থ খরচ করবে সৌদি কর্তৃপক্ষ। সবশেষ আসর আয়োজনে স্টেডিয়ামসহ অবকাঠানো উন্নয়ন বাবদ ২২০ বিলিয়ন ডলার খরচ করেছিল কাতার।

মন্তব্য করুন: