রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান আনচেলত্তি

রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান আনচেলত্তি

প্রায় তিন দশক ধরে কোচিংয়ে আছেন কার্লো আনচেলত্তি। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে ৬৫ বছর বয়সী এই কোচ জিতেছেন রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের ইচ্ছা, রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ারের ইতি টানার।

২০২৬ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে আনচেলত্তির। এই মেয়াদ শেষ হতে হতে তার বয়স হয়ে যাবে ৬৭ বছর। এরপর আর কোনো ক্লাব বা জাতীয় দলে কোচিং করানোর ইচ্ছা নেই বলে জানান তিনি।

বৃহস্পতিবার ওবি ওয়ান পডকাস্টে রিয়াল কোচ বলেন, “আমার পরিকল্পনা হলো, রিয়াল মাদ্রিদ আমার শেষ ক্লাব হবে। এখন আমি জাতীয় দলের দায়িত্ব নিতে রোমাঞ্চিত নই। কারণ সেক্ষেত্রে আমি যা করতে পছন্দ করি, তা হারাব। তা হলো, প্রতিদিন খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করা।”

কোচ হিসেবে এটা আমার ২৯তম মৌসুম। এটা সত্যি যে, আমি অনেক কিছু জিতেছি। কিন্তু কতগুলো শিরোপা হারিয়েছি, সেটাও কল্পনা করুন।”

দীর্ঘ ক্যারিয়ারে ফুটবল বিশ্বের বেশ কিছু বড় বড় ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। রিয়াল ছাড়াও এই তালিকায় আছে এসি মিলান, চেলসি, পিএসজি ও বায়ার্ন মিউনিখ। এই সব ক্লাবের হয়েই জিতেছেন লিগ শিরোপা। একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জেতা কোচও তিনি।

আগে থেকেই আনচেলত্তি ছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সফলতম কোচ। তবে গত মৌসুমে রিয়ালকে রেকর্ড ১৫তম শিরোপা জিতিয়ে নিজের রেকর্ডকেও সমৃদ্ধ করেন এই ইতালিয়ান কোচ। রিয়ালকে তিনটি শিরোপা জেতানোর পাশাপাশি এসি মিলানকে জেতান দুটি।

গত বছর তাকে কোচ হিসেবে পাওয়ার জন্য বেশ চেষ্টা করেছিল ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের পাত্তা না দিয়ে রিয়ালের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ান আনচেলত্তি।

মন্তব্য করুন: