পদক লড়াইয়ের আগেই বাদ পড়ায় হতাশ আর্জেন্টিনা কোচ
৩ আগস্ট ২০২৪
উত্তাপের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে প্যারিস অলিম্পিকস ফুটবলের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুই দলের মাঠের পারফরম্যান্সকে ছাপিয়ে আলোচনায় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে দুই দলের মধ্যকার সংঘর্ষ। তবে সবকিছু পাশ কাটিয়ে পদক লড়াইয়ের আগেই বাদ পড়ায় হতাশা ঝড়েছে আর্জেন্টিনা কোচে হাভিয়ের মাসচেরানোর কণ্ঠে।
শুক্রবার বর্গদুয়ে পঞ্চম মিনিটে জাঁ-ফিলিপ মাতেতার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ মিশর। আর পদক লড়াইয়ে যাওয়ার আগে বাদ পড়ে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাসচেরানো জানান, এখনই দল নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। জয়ের জন্য মাঠে তারা সব চেষ্টাই করেছিল।
“এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।”
“যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।”
এদিন ১৬টি গোলের সুযোগ তৈরি করেও বল জালে না জড়াতে পারায় বেশ হতাশ মাসচেরানো বলেন, “আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।”
“খুব খারাপ লাগছে কারণ আমাদের ধারণা ছিল, এই দল নিয়ে আমরা বেশ দূরে যাবো।”
এবারের আর্জন্টিনা অলিম্পিক দলে ২৩ বছরের বেশি খেলোয়াড় ছিলেন গারনিমো রুল্লি, নিকোলাস ওতামেন্দি ও হুলিয়ান আলভারেস। দলের এই তিন সিনিয়রকে খেলোয়াড়কে ধন্যবাদ জানিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, “তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা।”
মন্তব্য করুন: