অলিম্পিক ফুটবলে ফ্রান্স-স্পেনের সোনার লড়াই
৬ আগস্ট ২০২৪
৪০ বছর অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ফ্রান্স। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মিশরকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন। সেমি-ফাইনালে মরক্কোকে ২-১ গোলে হারায় গত আসরের রৌপ্যজয়ীরা।
সোমবার লিঁওতে ম্যাচের ৬২তম মিনিটে মাহমুদ সাবেরের গোলে পিছিয়ে যায় ফ্রান্স। ৮৩তম জাঁ-ফিলিপ্পে মাতেতার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর অতিরিক্ত সময়ের নবম মিনিটে এই স্ট্রাইকারের দ্বিতীয় গোলে এগিয়ে যায় থিয়েরি অঁরির দল। আসরে মাতেতার গোল এখন চারটি। ১০৮তম মিনিটে ওলিসের গোলে মিশরের নাগাল থেকে ম্যাচ দূরে নিয়ে যায় তারা।
এর আগে সবশেষ ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সোনা জেতে ফ্রান্স। ফাইনালে তাদের প্রতিপক্ষ ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে সোনা জেতা স্পেন। টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় সোনা জয়ের স্বপ্ন ভাঙে তাদের।
আগামী শুক্রবার প্যারিসে নিজেদের দ্বিতীয় সোনা জয়ের অভিযানে ফাইনালে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। ব্রোঞ্জপদকের ম্যাচে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে মিসর ও মরক্কো।
মন্তব্য করুন: