স্পেনকে গুঁড়িয়ে ফাইনালে ব্রাজিলের মেয়েরা
৭ আগস্ট ২০২৪
আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে নকআউট পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৬ বছর পর অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিলের মেয়েরা। সেমি-ফাইনালে স্পেনকে রীতিমত উড়িয়ে দিয়েছে তারা। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ এই ইভেন্টের সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার রাতে মার্শেইয়ে স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকসের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠে ব্রাজিল। একই দলের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২-০ গোলে হেরেছিল তারা।
স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বের সেই ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মার্তা। ফলে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হয় ব্রাজিলকে।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েলে পোর্তিও। এরপর ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়ানা দি সিলভা। ৮৫তম মিনিটে এক গোল শোধ দেয় স্পেন। যোগ করা সময়ে আরেকটি গোল করে বড় জয়ের দিকে এগুতে থাকে ব্রাজিল। তবে শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে স্পেনের পরাজয়ের ব্যবধান কমান সালমা পারাইউলো।
একই দিন আরেক সেমি-ফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর ফাইনালে ওঠে যুক্তরাষ্ট্র। ম্যাচের অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন সোফিয়া স্মিথ।
সোনার লড়াইয়ে আগামী শনিবার প্যারিসে দুইবারের রৌপ্যজয়ী ব্রাজিলের মুখোমুখি হবে চারবারের স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন: