ইউরো জয় উদযাপনে বাড়াবাড়ি, শাস্তি রদ্রি-মোরাতার

ইউরো জয় উদযাপনে বাড়াবাড়ি, শাস্তি রদ্রি-মোরাতার

শিরোপা জয় উদযাপনকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়ে শাস্তি পেয়েছেন আলোভারো মোরাতা রদ্রি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জেতার পর উদযাপনের সময় আচরণবিধি ভাঙায় স্পেনের এই দুই ফুটবলারকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।

বুধবার এক বিবৃতিতে এই দুই ফুটবলারকে দেওয়া শাস্তির বিষয়টি জানায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গত মাসের ফাইনালে ইংল্যান্ডকে - গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। পরদিন ১৫ জুন দেশটির রাজধানী মাদ্রিদে সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপনের সময়জিব্রাল্টার স্পেনের অংশগান গায় খেলোয়াড়রা।

জিব্রাল্টারের অবস্থান স্পেনের একেবারে দক্ষিণের অংশের পাশে হলেও এটি ব্রিটিশদের অধীনে থাকা একটি অঞ্চল।

এই ঘটনায় আচরণবিধি না মানা, ফুটবলের চেতনাকে বিতর্কিত করা এবং ফুটবলের মঞ্চে এর বাইরে বিষয় টেনে আনার অপরাধে মোরাতা রদ্রিকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানায় উয়েফা।

গত মাসে শেষ হওয়া ইউরোর আসরে মোরাতার নেতৃত্বে পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্পেন। অন্যদিকে আসরজুড়ে দুর্দান্ত পারফম্যান্সে সেরা ফুটবলারের পুরস্কার জেতেন মিডফিল্ডার রদ্রি।

মন্তব্য করুন: