মেসির মাঠে ফেরার অপেক্ষায় ইন্টার মায়ামি

মেসির মাঠে ফেরার অপেক্ষায় ইন্টার মায়ামি

কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে আবারও মাঠে দেখার অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা। এতদিন তার চোটের সবশেষ অবস্থা সম্পর্কে না জানা গেলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তবে তিনি আশার খবর কিছুই জানাতে পারেননি।

গত মাসে কোপা আমেরিকার ফাইনালে ডান গোঁড়ালির গাঁটে চোট পেয়ে ম্যাচের ৬৫তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। এর দুই দিন পর পরীক্ষা–নিরীক্ষা করে তার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দেয় মায়ামি। তবে কবে নাগাদ দলের সবচেয়ে বড় তারকা মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

মেসির মাঠে ফেরার বিষয়ে মার্তিনো সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার লিগস কাপে টরন্টো এফসির বিপক্ষে খেলতে পারবেন না। এমনকি অনুশীলনেও ফেরেননি। তবে জিমে ঘাম ঝরাতে শুরু করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

“লিওর অবস্থা ভালোর দিকে। এখনো জিমে ঘাম ঝরাচ্ছে। সময় অনুপাতে ঠিকঠাকভাবেই উন্নতি হচ্ছে।”

মায়ামি কোচ মেসির ফেরার দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু না জানালেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, মাঠে ফিরতে আরও তিন সপ্তাহ লাগতে পারে। গত বছর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিগস কাপ জিতেই ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জেতান মেসি।

মন্তব্য করুন: