বাফুফে থেকে সরে দাঁড়ালেন সালাম মুর্শেদী
৯ আগস্ট ২০২৪
ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আবদুস সালাম মুর্শেদী। এছাড়াও বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধান থেকেও সরে দাঁড়িয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।
বৃহস্পতিবার (এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। এর আগে ২০০৮ সাল থেকে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন তিনি।
গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে সালাম মুর্শেদী, বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থাটির একাধিক কর্মকর্তাকে নিষেধাজ্ঞাসহ আর্থিক জরিমানা করে ফিফা। সে সময় বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন সালাম মুর্শেদী। গত মে মাসে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করে।
এর আগে গত সোমবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাফুফে থেকে সভাপতি কাজী সালাহউদ্দিন, নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার ও সালাম মুর্শেদীর পদত্যাগের দাবি তোলে বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’।
মন্তব্য করুন: