ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে সোনা জিতল যুক্তরাষ্ট্র

১১ আগস্ট ২০২৪

ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে সোনা জিতল যুক্তরাষ্ট্র

মেয়েদের ফুটবলের সর্বকালের সেরাদের একজন হয়েও এখন পর্যন্ত বিশ্বকাপ কিংবা অলিম্পিকসে সোনা জিততে পারেননি ব্রাজিলের মার্তা। সুযোগ এসেছিল ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সেই আক্ষেপ ঘুচানোর। কিন্তু প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে তার দল ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড পাঁচবারের মতো সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।

শনিবার প্যারিসে ম্যাচের ৫৭তম মিনিটে বল জালে জড়িয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন শততম ম্যাচ খেলতে নামা ম্যালোরি সোয়ানসন। ম্যাচে ফিরতে মরিয়া ব্রাজিল আক্রমণের চেষ্টা চালালেও কেউ জালের দেখা পাননি। শেষ পর্যন্ত একমাত্র গোলের জয়ে ২০১২ লন্ডন অলিম্পিকসের পর আবারও সোনা জেতে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে তৃতীয়বারের মতো রুপা নিয়েই আসর শেষ করতে হয় ব্রাজিলকে। ২০০৪ এথেন্স অলিম্পিকস ও ২০০৮ বেইজিং অলিম্পিকসের ফাইনালেও যুক্তরাষ্ট্রর কাছে হারে তারা। ওই দুই ফাইনালেও দলে ছিলেন মার্তা। খেললেন নিজের ষষ্ঠ অলিম্পিকসে।

এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় না জানালেও বড় কোনো দলীয় সাফল্য ছাড়াই ক্যারিয়ার শেষ হচ্ছে ৩৮ বছর বয়সী মার্তার। চলতি বছরের শেষেই ফুটবলকে বিদায় জানাবেন বলে আগেই ঘোষণা দেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

মন্তব্য করুন: