মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে চোটের হানা

১৪ আগস্ট ২০২৪

মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে চোটের হানা

নতুন মৌসুম শুরুর আগে আবারও বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ১৫বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

মঙ্গলবার ওয়ারশোতে উয়েফা সুপার কাপের অনুশীলনের সময় চোট পান কামাভিঙ্গা। ফলে তাকে ছাড়াই আতালান্তার বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় শিরোপা লড়াইয়ে নামতে হবে রিয়ালকে।

বুধবার পরীক্ষা-নিরীক্ষার পর ২১ বছর বয়সী এই ফুটবলারের বাম হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে বলে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় রিয়াল। তবে মাঠে ফিরতে ঠিক কত সময় লাগবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে রয়টার্স বলছে, প্রায় সাত সপ্তাহের জন্য কামাভিঙ্গাকে মাঠের বাইরে থাকতে হবে।

গত মৌসুমের শুরুতেও চোটের কারণে লম্বা সময়ের মাঠের বাইরে ছিটকে যান রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া ও ডিফেন্ডার এদের মিলিতাও। তবে চোট জর্জরিত দল নিয়েও ২০২৩-২৪ মৌসুমে দাপুটে ফুটবল খেলে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে রিয়াল। মৌসুমে মোট ৪৬ ম্যাচে মাঠে নেমে দলের তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখেন কামাভিঙ্গা।

আগামী রোববার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কার্লো আনচেলত্তির দল।

মন্তব্য করুন: