অভিষিক্ত এমবাপ্পের গোলে সুপার কাপের শিরোপা জিতল রিয়াল
১৫ আগস্ট ২০২৪
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে কিলিয়ান এমবাপ্পের খেলা দেখার প্রহর গুণছিলেন সমর্থকরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অভিষেকটাও রাঙিয়েছেন তিনি। এই ফরাসি তারকা ফরোয়ার্ডের গোলে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল।
বুধবার রাতে পোল্যান্ডের ওয়ারশতে ইউরোপা লিগজয়ী আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো সুপার কাপের শিরোপা ঘরে তোলে স্প্যানিশ ক্লাবটি। পাঁচবার করে এই শিরোপা জিতেছিল বার্সেলোনা ও এসি মিলান।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ফেদে ভালভের্দের গোলে এগিয়ে যাওয়ার পর রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।
ম্যাচের প্রথমার্ধে খুব একটা ছন্দে দেখা যায়নি কার্লো আনচেলত্তির দলকে। গোলের জন্য তিনটি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেন একটিও। তবে দ্বিতীয়ার্ধেই নিজেদের খোলস পাল্টে ফেলে তারা। একের পর এক আক্রমণে আতালান্তার রক্ষণভাগকে ব্যস্ত রাখে এমবাপ্পে, ভিনিসুস, রদ্রিগরা।
ফলও পায় দ্রুত। জুড বেলিংহ্যামের বাড়ানো বল বক্সের ভেতর পান ভিনিসুস জুনিয়র। সেখান থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পাসে ফাঁকা জালে বল পাঠান ভালভের্দে। পরের কয়েক মিনিট ভিনিসুস ও বেলিংহ্যামের আক্রমণ সামলাতেই হিমশিম খান প্রতিপক্ষের আর্জেন্টাইন গোলরক্ষক।
৬৮তম মিনিটে আবারও উল্লাসে মাতে রিয়াল সমর্থকরা। এবার তাদের সেই উপলক্ষে এনে দেন অভিষিক্ত এমবাপ্পে। বেলিংহ্যামের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা।
৮৩তম মিনিটে এমবাপ্পেকে তুলে নেওয়ার পর শেষ দিকে বেলিংহ্যাম ও ভিনিসুসকেও তুলে নেন আনচেলত্তি। তবে জয় নিয়ে ভাবতে হয়নি বছরের চতুর্থ শিরোপা জেতা রিয়ালকে। এর আগে গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপের পর লা লিগা ও রেকর্ড ১৫ বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে তারা।
রিয়ালের রেকর্ড শিরোপা জয়ের দিন কোচ হিসেবেও সুপার কাপ জয়ের রেকর্ড গড়েন আনচেলত্তি। এসি মিলানের হয়ে দুবারের পর রিয়ালের হয়ে তৃতীয়বারের মতো জেতেন এই শিরোপা। ইতালিয়ান এই কোচ ছাড়িয়ে গেছেন চারবার সুপার কাপজয়ী কোচ পেপ গুয়ার্দিওলাকে।
আগামী রোববার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে রিয়াল।
মন্তব্য করুন: