রিয়াল মাদ্রিদে এমবাপ্পের স্বপ্নের শুরু
১৫ আগস্ট ২০২৪
রিয়াল মাদ্রিদের হয়ে এর চেয়ে ভালো শুরু হয়তো আশাও করেননি কিলিয়ান এমবাপ্পে। স্বপ্নের ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি দলকে জিতিয়েছেন শিরোপাও। স্বপ্নের শুরুর পর ম্যাচ শেষ আবেগেও ভেসে যান এই ফরাসি তারকা। দলের নতুন তারকার পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে সতীর্থ জুড বেলিংহ্যাম ও কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও।
বুধবার উয়েফা সুপার কাপে রিয়ালের হয়ে বহুল প্রতীক্ষিত অভিষেক ম্যাচের ৬৮তম মিনিটে গোল করেন এমবাপ্পে। তার এই গোলের পর আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো সুপার কাপের শিরোপা জেতে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগজয়ীরা। একই সঙ্গে ক্যারিয়ারের প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো শিরোপা জয়ের স্বাদ পান এমবাপ্পেও।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে প্রশংসায় ভাসান তার গোলে সহায়তা করা বেলিংহ্যাম। রিয়ালের নতুন তারকার কাছে দলের প্রত্যাশা এরই মধ্যে পূরণ হতে শুরু করেছে জানিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা তরুণ এই মিডফিল্ডার বলেন, “খেলার আগে আমরা এটা নিয়ে (এমবাপ্পে গোল করবেন কি না) কোনো কথাই বলিনি। আমাদের প্রত্যাশা ছিল এমনটা হবেই।”
“সে এমন একজন ফুটবলার, যে নিজের ইতিহাস নিজেই লিখতে জানে। সবসময়ই সে দলের জন্য নিজেকে মেলে ধরে এবং আজকেও তা করেছে।”
সংবাদ সম্মেলনে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারায় এমবাপ্পের আলাদা করে প্রশংসা করে কোচ আনচেলত্তি বলেন, “এমবাপ্পে সত্যিই ভালো করেছে। দলের সঙ্গে সে দারুণভাবে মানিয়ে নিয়েছে। ভিনিসুস ও বেলিংহ্যামের সঙ্গে তার বোঝাপড়া ছিল চমৎকার। আমাদের দলের মান তো এমনিতেই দুর্দান্ত। তবে মান যতই ভালো হোক, মাঠে নেমে খেলতে হয় দল হিসেবে এবং আজ আমরা তা পেরেছি।”
ক্যারিয়ারে প্রথমবারের ইউরোপিয়ান কোনো শিরোপা জিততে পারায় আবেগে আপ্লুত ছিলেন এমবাপ্পে। রিয়ালের হয়ে খেলতে পারা আনন্দের জানিয়ে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলেন, “রাতটা দুর্দান্ত ছিল। আমার জন্য দারুণ এক মুহূর্ত। আমরা শিরোপা জিতেছি এটাই গুরুত্বপূর্ণ। মাদ্রিদে আপনাকে সবসময় জিততেই হবে।”
“আমি গোলটার জন্য অনেক খুশি। আমার মতো একজন স্ট্রাইকারের এটা গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এই দলের সঙ্গে খেলতে পারার তৃপ্তি।”
এই শিরোপা জয়ে রিয়ালের কোচ হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের অধীনে এখন পর্যন্ত ১৪টি ট্রফি জিতেছে রিয়াল। এর আগে ১৯৬০ থেকে ১৯৭৪ পর্যন্ত মিগেল মুনিয়সের কোচিংয়ে ৯টি লা লিগা ও ২টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৪টি ট্রফি জিতেছিল এই স্প্যানিশ ক্লাবটি।।
মন্তব্য করুন: