ছুরিকাঘাতের শিকার ইয়ামালের বাবা
১৫ আগস্ট ২০২৪
স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। স্পেনের মাতারো শহরের একটি গাড়ী পার্কিংয়ের জায়গায় তার ওপর ছুরিকাঘাত চালানো হয়।
বিভিন্ন স্প্যানিশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার রাতে নাসরাউইয়ের ওপর এই হামলা করা হয়। তবে এই বিষয়ে মাতারো কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গুরুত্বর অবস্থায় ইয়ামালের বাবাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে এখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চতুর্থ সন্দেহভাজনকে ধরার চেষ্টায় আছে তারা।
স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইস বলছে, ঘটনার দিন পোষা কুকুরকে নিয়ে হাঁটার সময় একদল লোকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নাসরাউই। পরে পার্কিংয়ের জায়গায় সেই দল তার ওপর হামলা চালায়।
গত জুনে শেষ হওয়া ইউরোতে প্রথমবারের মতো অংশ নিয়েই স্পেনের হয়ে আলো ছড়ান ১৭ বছর বয়সী ইয়ামাল। দলটির রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বার্সেলোনার এই তরুণ। দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কারও জেতেন তিনি। কয়েকদিন আগেও ছেলের এই অর্জন উদযাপন করেছিলেন নাসরাউই।
মন্তব্য করুন: