ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ফের্নান্দেস

১৬ আগস্ট ২০২৪

ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ফের্নান্দেস

গত মৌসুমের শেষ দিকে গুঞ্জন উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন ব্রুনো ফের্নান্দেস। তবে ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন পর্তুগালের এই তারকা মিডফিল্ডার।

বৃহস্পতিবার দলের অধিনায়কের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করে ইউনাইটেড কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন ফের্নান্দেস। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

এর আগে ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিল ফের্নান্দেসের। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন তিনি।

২০২০ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ৬ কোটি ৮০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ইউনাইটেডে যোগ দেন ফের্নান্দেস। রেড ডেভিলদের হয়ে সাড়ে চার বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলেছেন তিনি। ৭৯ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন মোট ৬৭ গোলে। দলের হয়ে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারলেও লিগ কাপ ও এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন।

২০২৩-২৪ মৌসুমে পয়েন্ট তালিকার আট নম্বরে থেকে লিগ শেষ করেছিল ইউনাইটেড। শুক্রবার নতুন মৌসুমের প্রথম দিন ঘরের মাঠে ফুলহ্যামের মুখোমুখি হবে এরিক টেন হাগের দল।

মন্তব্য করুন: