শিরোপা দিয়ে নতুন মৌসুম শুরু করল আলোনসোর লেভারকুজেন

১৮ আগস্ট ২০২৪

শিরোপা দিয়ে নতুন মৌসুম শুরু করল আলোনসোর লেভারকুজেন

জার্মান ফুটবলে আগের মৌসুম যেখানে শেষ করেছিল, নতুন মৌসুমের শুরুটা সেখান থেকেই করেছে বায়ার লেভারকুজেন। হার না মানসিকতা নিয়ে নতুন মৌসুমেও উজ্জীবিত পারফরম্যান্সে ১০ জনের দল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে শেষ সময়ে। টাইব্রেকারে স্টুটগার্টকে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে শাবি আলোনসোর দল।

শনিবার ঘরের মাঠে টাইব্রেকারে স্টুটগার্টে ৪-৩ গোলে হারায় লেভারকুজেন। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়।

এদিন ম্যাচের ১১তম মিনিটেই লেভারকুজেনকে এগিয়ে দেন ভিক্টর বোনিফাসে। তবে ৪ মিনিট পরই সমতায় ফেরে স্টুটগার্ট।

এরপর ৩৭তম মিনিটে বড় ধাক্কা খায় লেভারকুজেন। বিপজ্জনকভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখেন ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্তিন তোরিয়ে।

৬৩তম মিনিটে ১০ জনের লেভারকুজেনের বিপক্ষে এগিয়ে যায় স্টুটগার্ট। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে গত মৌসুমের মতো আবারও ঘুরে দাঁড়ায় আলোনসোর দল। ৮৮তম মিনিটে পাত্রিক শিকের গোলে সমতায় ফেরে তারা। বাকি সময় আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজেদের প্রথম চারটি শটের প্রতিটি জালে জড়ান লেভারকুজেনের ফুটবলাররা।

দায়িত্ব নেওয়ার পর লেভারকুজেনকে তৃতীয় শিরোপা জেতালেন আলোনসো। এর আগে বুন্ডেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা।

মন্তব্য করুন: