মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা

২০ আগস্ট ২০২৪

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা

কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এক মাস পেরিয়ে গেলেও সেই চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। তাই দলের অধিনায়ককে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য সোমবার ২৮ সদস্যের দল ঘোষণা করে কোচ লিওনেল স্কালোনি।

গত জুলাইয়ে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালির গাঁটের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এই বিষয়েও এখনও কিছু জানা যায়নি।

ঘোষণা করা দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। আর্জেন্টিনার হয়ে সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিকসে অংশ নিয়েছিলেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে কোপা আমেরিকার মতো এবারও জায়গা হয়নি পাওলো দিবালার।

আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এর চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, ওয়াল্তার বেনিতেস, হেরেনিমো রুল্লি, হুয়ান মুস্সো।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসসেইয়া, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, আলেক্সিস মাক আলিস্তার, এনসো ফের্নান্দেস, জিওভানি লো সেলসো, এসেকিয়েল ফের্নান্দেস, রদ্রিগো দি পল।

ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, ভালেন্তিন কাস্তেয়ানোস।

মন্তব্য করুন: