সৌদি লিগে রোনালদোর অর্ধশত গোল

২৩ আগস্ট ২০২৪

সৌদি লিগে রোনালদোর অর্ধশত গোল

সৌদি প্রো লিগে গোলের রেকর্ড গড়ে গত মৌসুম শেষ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মৌসুমের শুরুটাও করেছেন গোল দিয়ে। আর এতেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা। তবে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে তার দল আল-নাসের।

বৃহস্পতিবার ২০২৪-২৫ মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে আল-রাইদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল-নাসের।

ম্যাচের ৩৪তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে লাফিয়ে হেড থেকে গোল করেন রোনালদো। এরই সঙ্গে সৌদি লিগে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। এই কীর্তি গড়তে ম্যাচ খেলেছেন ৪৮টি।

এই নিয়ে বিশ্বের চারটি দেশের শীর্ষ লিগে কমপক্ষে ৫০ গোল করলেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে, রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় এবং ইউভেন্তুসের হয়ে ইতালিয়ান সেরি আয় এই কীর্তি গড়েন রোনালদো।

এর আগে গত মৌসুমে ৩৫ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন আল-নাসের অধিনায়ক।

বিরতির পর দ্রুতই ম্যাচে সমতায় ফেরে আল-রাইদ। ৭৫তম মিনিটে বল জালে জড়িয়ে আবারও উল্লাসে মাতেন রোনালদো। তবে ভিএআর দেখে তা বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তারকায় ঠাসা আল-নাসেরকে।

মন্তব্য করুন: