মাঠে ফেরার কিছুটা কাছে মেসি

২৪ আগস্ট ২০২৪

মাঠে ফেরার কিছুটা কাছে মেসি

চোটের কারণে প্রায় দেড় মাস মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। তিনি ঠিক কবে মাঠে ফিরবেন এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সমর্থকদের মাঝেও প্রশ্ন, কবে মাঠে ফিরবেন তাদের প্রিয় তারকা। অবশেষে আর্জেন্টাইন মহাতারকার মাঠে ফেরার দিনক্ষণ জানিয়েছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তবে সেখানেও রয়েছে কিছুটা অনিশ্চয়তা।

গত ১৪ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির গাঁটের চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। সে সময় ডাগআউটে বসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ককে। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা শিরোপা জেতায় তা রূপ নেয় আনন্দে।

আসর শেষ হলে মায়ামি দলের সঙ্গে যোগ দেওয়ার পর প্রথমে মার্তিনো জানান, কমপক্ষে দুই ম্যাচ মাঠের বাইরে থাকবেন তিনি। তবে পরীক্ষায় চোট আরও গুরুতর হলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে যান মেসি। খেলতে পারবেন না আর্জেন্টিনার হয়ে আগামী মাসের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচেও।

শুক্রবার সংবাদ সম্মেলনে মার্তিনো জানান, চোট থেকে মাঠে ফেরার কাছেই অবস্থান করছেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষ হওয়ার আগেই ফিরবেন তিনি। তবে নির্দিষ্টভাবে দিনক্ষণ জানাতে পারেননি মায়ামি কোচ।

সে এখনও দলের সঙ্গে অনুশীলন করছে না। তবে মাঠে ফিরেছে, ট্রেনারদের সঙ্গে শারীরিক কসরত করছে। ভালোভাবেই উন্নতি হচ্ছে তার।”

তার ট্রেনিংয়ে ফেরার আনুমানিক কোনো দিনক্ষণ আমি জানাতে পারব না। তবে সেটা খুব দূরে নয়। এই চোটের কিছু অংশ আছে শারীরিক, চোটের কিছু অংশ আছে মানসিক। দুটি দিকই কাটিয়ে উঠতে হবে তাকে। সে এখন সেই প্রক্রিয়ার ভেতরই আছে। সে প্রতিদিন ভালো অনুভব করছে।”

এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে আছে মায়ামি। এই মৌসুমে সব মিলিয়ে আর ৯টি ম্যাচ বাকি আছে তাদের।

মন্তব্য করুন: